বিধানসভা ভোটের জন্য ৮০০ কোম্পানি বাহিনী চাইল নির্বাচন কমিশন

এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন৷

January 13, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বেজে গিয়েছে ভোটযুদ্ধের দামামা। একুশের বিধানসভা নির্বাচনের কাউন্টডাউনে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভোটের ময়দান৷ রাজ্যে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করাই এখন নির্বাচন কমিশনের (Election Commission) প্রধান লক্ষ্য। রাজ্যে নির্বাচনী হিংসার ইতিহাস মাথায় রেখে কোনও রকম ফাঁকি রাখতে চাইছে না তাঁরা৷ তাই আগেভাগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসলেন কমিশনের আধিকারিকরা৷ সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গের জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, বাংলার (West Bengal) পাশাপাশি ভোট হচ্ছে আরও চারটি রাজ্যে৷ তবে পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে বাংলাতেই৷ ফলে এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন৷ বাংলার নির্বাচনী হিংসার ইতিহাসে বারবার রক্ত ঝরেছে রাজ্যে৷ ২০১৯-এ লোকসভা নির্বাচনে বঙ্গে ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার পরিস্থিতি আরও জটিল৷ ফলত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরও ৫১ কোম্পানি বেশি বাহিনী চেয়েছে কমিশন৷ জানা গিয়েছে, এবার রাজ্যে সাত দফায় ভোট হতে চলেছে৷ এর আগেই রাজ্যে চলে আসবে আধাসেনা বাহিনী৷ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷
ফের এক মাসের মধ্যেই তিনি রাজ্যে আসায় শুরু হয়েছে জল্পনা৷ রাজ্যে ভোট কবে, সেই চর্চা ও আলোচনা এখন তুঙ্গে৷ তবে রাজ্যে যে তৎপরতার সঙ্গেই ভোট প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সে খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে৷ আজ বুধবার বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে বসার কথা ডেপুটি নির্বাচন কমিশনারের।

উল্লেখ্য, প্রথম দফায় দক্ষিণবঙ্গের জেলা শাসক, পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে সশরীরে বৈঠক করবেন সুদীপ জৈন৷ ভার্চুয়ালি সেই সভায় উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের জেলাশাসক, পুলিশ সুপাররা৷ দ্বিতীয় দফায় শুধুমাত্র জেলাশাসকদের সঙ্গেই বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার৷ এবারের ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর রাখছে কমিশন। গতমাসে রাজ্যে এসেও একাধিক পরামর্শ দিয়ে গিয়েছিলেন সুদীপ। সবমিলিয়ে, এবারের ভোটপর্ব শান্তিপূর্ণভাবেই মেটাতে বদ্ধপরিকর তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen