‘নির্বাচন কমিশন সাংবিধানিক কর্তব্য পালনের দায় এড়াতে পারে না’, বিক্ষোভ INDIA Bloc-র সাংসদদের

SIR ও ভোট চুরি ইস্যু ঘিরে উত্তাল গোটা দেশ। সংসদের ভিতরে ও বাইরে এই দুই ইস্যুতে সরকার পক্ষকে চেপে ধরেছে বিরোধী শিবির।

August 18, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: SIR ও ভোট চুরি ইস্যু ঘিরে উত্তাল গোটা দেশ। সংসদের ভিতরে ও বাইরে এই দুই ইস্যুতে সরকার পক্ষকে চেপে ধরেছে বিরোধী শিবির। এদিন ফের সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া শিবিরের সাংসদেরা। বিরোধীরা চাইছেন SIR নিয়ে সংসদে আলোচনা হোক। অন্যদিকে, সরকার অনড় আলোচনা তারা করবেন না।

X পোস্টে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে লেখেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক কর্তব্য পালনের দায় এড়াতে পারে না। রাজনৈতিক দলগুলির তোলা যথাযথ প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে। ভোটাধিকার অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার যা ভারতের সংবিধান আমাদের দিয়েছে। গণতন্ত্রকে রক্ষা করতে ইন্ডিয়া প্রতিবাদ চালিয়ে যাবে।”

সোমবারের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সাংসদ কানিমঝি, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, সামিরুল ইসলাম, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, অরূপ চক্রবর্তী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen