SIR: এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়াল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৪০: SIR-র এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়াল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের ক্ষেত্রেই তা বাড়ান হল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে। এখন তা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হল। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ফলে গোটা SIR ক্যালেন্ডার বদলে গেল। তাই নির্বাচন কমিশন বাংলা সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নতুন সময়সূচি ঘোষণা করেছে। কমিশনের নোটিশ অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬–কে যোগ্যতার তারিখ ধরে এই সংশোধন প্রক্রিয়া চলবে।
বিরোধীদের ক্ষোভ ছিল বিশেষ নিবিড় সংশোধন তথা SIR প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন। যে কাছে আড়াই বছর সময় লাগে তা এক মাসে করা হচ্ছে। অবশেষে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল কমিশন।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আগে প্রকাশিত ২৭ অক্টোবরের এসআইআর সময়সূচি বাতিল করে নতুন ক্যালেন্ডার জারি করা হয়েছে। আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ—এই ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে একইসঙ্গে সংশোধন প্রক্রিয়া চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬। আগে বলা হয়েছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তা ৭ দিন পিছিয়ে গেল।