Bihar SIR: বিহারের CEO-কে বড় নির্দেশ দিল Election Commission Of India

কমিশনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এখন অবধি ১১টি পরিচয়পত্র গ্রহণ করা হলেও, এবার থেকে আধারকে যোগ করে ১২টি নথি গ্রহণ করা হবে

September 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:১৯: চলতি সপ্তাহের সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে নির্দেশ দেয়, এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে।
একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তবে তারা নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, SIR-র ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশ জারি করতে হবে। আদালত আরও স্পষ্ট করে বলেছে, নির্বাচন কমিশনের কর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকারী হবেন। তারপরই বিহারের ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) জানানো হয়েছে, এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে। কমিশনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এখন অবধি ১১টি পরিচয়পত্র গ্রহণ করা হলেও, এবার থেকে আধারকে যোগ করে ১২টি নথি গ্রহণ করা হবে। কমিশন জানিয়েছে, আধারকে (Adhar Card) শুধুমাত্র পরিচয় যাচাইয়ের নথি হিসাবে ব্যবহার করা যাবে। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এর কোনও বৈধতা নেই।

আদালতের পর্যবেক্ষণ, আধার আইন (Aadhaar Act) অনুযায়ী, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট (Representation of People’s Act)-র ধারা ২৩(৪) অনুসারে, একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।

প্রসঙ্গত, বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বিরোধী দলগুলি আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি, ভোটার তালিকার নাম বাদ প্রেক্ষিতে অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হোক। সুপ্রিম কোর্ট জানায়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও যদি কোনও ভোটার নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানান, নির্বাচন কমিশনকে সেই অভিযোগ শুনতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen