বাংলা-সহ ১২ রাজ্যে মঙ্গলে শুরু হচ্ছে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

October 27, 2025 | 2 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:৩০: অবশেষে জল্পনা সত্যি হল! ২৮ অক্টোবর থেকেই বাংলা-সহ দেশের বারো রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তালিকায় রয়েছে বাংলা-সহ ভোটমুখী পাঁচ রাজ্য। সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করলেন SIR-র সূচি। তিনি জানান, বিহারের পর দেশে দ্বিতীয় পর্বের SIR শুরু হচ্ছে। প্রথম দফায় সফল হয়েছে SIR।

প্রত্যেক ভোটারের বাড়িতে তিনবার করে যাবেন BLO-রা। ১৮ বছর হলেই ফর্ম পূরণ করা যাবে।খসড়া তালিকা প্রকাশ করবেন AERO-রা এবং ERO-রা। নাম বাদ গেলে দ্বিতীয় দফায় আবেদন করা যাবে। আগামীকাল থেকে পরশু পর্যন্ত রাজ্য রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারীকরা রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন। বিস্তারে গোটা প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করবেন। এবার থেকে কোনও বুথে ১,২০০ বেশি ভোটদাতা থাকবেন না। উল্লেখ্য, শেষবার বাংলায় ভোটার তালিকার সংশোধন হয়েছিল ২০০২ সালে। ২৩ বছর পর ফের বাংলায় SIR শুরু হচ্ছে।

কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভর্তি করতে পারবেন। SIR-র সময়ে প্রথম দফায় এনিউমেরাশন ফর্ম প্রিন্ট করা হবে। যে রাজ্যে SIR হবে, সেই রাজ্যের ভোটদাতাদের সূচি সোমবার রাত ১২টায় ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। সূচিতে যাঁদের নাম থাকবে, তাঁদের এনুমারেশন ফর্ম দেওয়া হবে।

কোন কোন রাজ্যে SIR হচ্ছে?

বাংলা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর।

কাদের কাগজ দিতে হবে না?

২০০২ সালের সূচিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের আর কোনও কাগজ দিতে হবে। কারও নিজের নাম না থাকলেও যদি বাবা-মায়ের নাম থাকে, তাহলে আর কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে এই ‘ম্যাচিং’ ভোটারেরা নিজেরাই করতে পারবেন।

কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen