পুরসভা উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার, জিতলেন তপন কান্দুর ভাইপোও

ভোট হওয়া ছ’টি ওয়ার্ডের মধ্যে ছিল পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভায় ৮ নম্বর ওয়ার্ড।

June 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুরসভার উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। গত ২৬ জুন উত্তর ২৪ পরগনা, হুগলী ও পুরুলিয়া জেলার ছ’টি পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। এই ছয়টি ওয়ার্ডের মধ্যে চারটি আসনে জয়ী হল তৃণমূল। একটি করে ওয়ার্ড জিতে নিল সিপিএম এবং কংগ্রেস।

ভোট হওয়া ছ’টি ওয়ার্ডের মধ্যে ছিল পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভায় ৮ নম্বর ওয়ার্ড। দুই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, কংগ্রেসের তপন কান্দু এবং তৃণমূলের অনুপম দত্ত খুন হওয়ার কারণেই উপনির্বাচন হয় সেখানে। তারই ফলাফল ঘোষণা হল আজ।

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন জয়ী হলেন খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগন্নাথ রজক পরাজয়ের জন্য দায়ী করেছেন দলের অন্তর্ঘাতকে।

চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুলচন্দ্র পালের মৃত্যুর কারনে এই ওয়ার্ডে ভোট স্থগিত ছিল। এই আসনে জয়ী হলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি দমদম এবং দক্ষিণ দমদমের ৪টি ওয়ার্ড দখলে রাখল তৃণমূল কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen