Nepal: নির্বাচনের ঘোষণা নেপালে; কবে হবে ভোট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল (Ramchandra Paudel) শনিবার ঘোষণা করেছেন, আগামী ছ’মাসের মধ্যে নেপালে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, আগামী ৫ই মার্চ ভোটগ্রহণের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে তরুণ প্রজন্মের (Gen-Z) তীব্র বিক্ষোভের পর নেপালে যখন ধীরে-ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে, ঠিক তখনই এই ঘোষণা করলেন রাষ্ট্রপতি। এই বিক্ষোভে ৫১ জন প্রাণ হারিয়েছেন, আহত হন আরও ১,৩০০ এরও বেশি মানুষ।
শনিবার সকালে, সাম্প্রতিক দুর্নীতি বিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে নেপালের নাগরিকরা বৌদ্ধনাথ স্তূপের বাইরে এক মোমবাতি মিছিলে (candle march) অংশ নেন। শিক্ষার্থী, সন্ন্যাসী, কর্মী ও স্থানীয় বাসিন্দা-সহ সর্বস্তরের মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন।
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি (Sushila Karki) শনিবার আহত তরুণ বিক্ষোভকারীদের দেখতে সিভিল হাসপাতালে যান। স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রক নিশ্চিত করেছে যে বিক্ষোভে ৫১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ হয়ে এবং ২১ জন দগ্ধ হয়ে, আহত হয়ে বা অন্য কারণে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ও তিনজন পুলিশ কর্মীও রয়েছেন।
নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরে দেশব্যাপী কারফিউ (Curfew) তুলে নেওয়ায় নেপাল আস্তে-আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরছে। গণপরিবহন চালু হয়েছে এবং কাঠমান্ডু থেকে দূরপাল্লার বাস পরিষেবা আবার শুরু হয়েছে।