ঝাড়গ্রামে দাঁতালদের তাণ্ডব, বাড়ি ঢুকে ঢুকে তোলা তুলছে হাতির দল

জমির ফসল নয়, এবার রীতিমতো ঘরে ঢুকে ঢুকে তোলাবাজি চালাচ্ছে হাতির দল।

January 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জমির ফসল নয়, এবার রীতিমতো ঘরে ঢুকে ঢুকে তোলাবাজি চালাচ্ছে হাতির দল। বুধবার রাত থেকে ঝাড়গ্রাম বনবিভাগের পুকুরিয়া বিট এলাকার একাধিক গ্রামে এমনটাই ঘটছে। এলাকার মানুষ সমস্যায় পড়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, রাত থেকে ২০-২৫টি হাতি নানান দলে ভাগ হয়ে তাণ্ডব চালাচ্ছে। হাতির তাণ্ডবের জেরে কয়েক হাজার বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। শীতকালীন ফসল নষ্ট হয়েছে। ঝাড়গ্রামের পুকুরিয়া বিটের ঢেঁকিপুড়া, পাঁচামি-সহ একাধিক গ্রামে হাতি হানা দিয়েছে বলেও জানা গিয়েছে।

ফসল কেটে ঘরে রাখার উপায় নেই, কারণ বাড়ি ভেঙে হাতির দল ফসল নিয়ে যাচ্ছে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে কুমড়ো চাষ। কৃষকরা জানাচ্ছেন, হাতির তাণ্ডবের জেরে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। কার্যত সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ‘হাতি’। চলতি অর্থ বছরে হাতির হানায় ১৫ জনের মৃত্যু হয়েছে। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen