ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৮০০ টাকা

গত বছর পিছিয়ে পড়া শ্রেণি বা ওবিসি জাতির পড়ুয়াদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

July 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। গত বছর পিছিয়ে পড়া শ্রেণি বা ওবিসি জাতির পড়ুয়াদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। চলতি বছরেই রাজ্য সরকার চালু করেছে মেধাশ্রী প্রকল্প।

যোগ্য শিক্ষার্থীরা মাথাপিছু ৮০০ টাকা করে পাবে এই প্রকল্পের দ্বারা। যারা আগে আবেদন করেছিল তারা চলতি বছরে ইতিমধ্যে টাকা পাওয়া শুরু করে দিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন, তাঁদের মোবাইল নাম্বারে একটি মেসেজও আসছে এখন।

যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে এই বৃত্তি লাভ করতে পারবে। এর জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রায় ২ লক্ষ ৬৫ হাজার ছাত্রছাত্রী এই বৃত্তির মাধ্যমে টাকা পাবে। যারা এই বৃত্তি পাবার জন্য সঠিকভাবে আবেদন করবে তারা অবশ্যই টাকা পাবে রাজ্য সরকারের কাছ থেকে।

শিক্ষার্থীকে অবশ্যই বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে নেভিগেট করতে হবে। তারপর মেনু থেকে ‘Track Application’ নির্বাচন করুন। ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে জেলা নির্বাচন করুন। যাবতীয় প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে এবং “Submit” বাটনে ক্লিক করতে হবে। অবশেষে স্ক্রিনটি অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস দেখাবে।

অবশ্যই গুরুত্বপূর্ণ একটি নথি হল সংখ্যালঘু সার্টিফিকেট (কোনও সরকারী কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা), পরিবারের বার্ষিক আয় সার্টিফিকেটও প্রয়োজনীয়, অ্যাকাউন্ট নম্বর/ IFSC কোড সহ ব্যাঙ্কের বিবরণ দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen