অনুশীলনে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়া পোলের নিচে মৃত্যু উঠতি বাস্কেটবল খেলোয়াড়ের

November 26, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: এমন মৃত্যু মেনে নেওয়া যায় না—স্বপ্ন দেখেছিল কোর্টে ঝড় তুলবে, অথচ সেই কোর্টই কেড়ে নিল তার জীবন। হরিয়ানার রোহতকের লখন মাজরায় বাস্কেটবল অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৬ বছরের উঠতি তারকা হার্দিক রাঠি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হৃদয় কাঁপানো সেই মুহূর্ত। থ্রি-পয়েন্ট ড্রিলের সময় বল ডাঙ্ক করতে গিয়ে ঝুলেছিল সে—ঠিক তখনই ভেঙে পড়ে বাস্কেটবলের বিশাল লোহা পোল। বুকের উপর পড়ে মুহূর্তে থেমে যায় তার লড়াই। বন্ধুদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও রক্ষা করতে পারেনি তরতাজা প্রাণটা।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই জাতীয় দলে জায়গা পেয়েছিল হার্দিক। ট্রেনিং ক্যাম্প থেকে ফিরে নতুন করে স্বপ্ন সাজাচ্ছিল। তার বাবা সন্দীপ রাঠি বলেন, “ওর সামনে ভবিষ্যৎ তৈরি হচ্ছিল, কে জানত এমনভাবে সব শেষ হয়ে যাবে!”

আরও ভয়ঙ্কর তথ্য—এটাই প্রথম নয়। মাত্র দু’দিন আগেই বাহাদুরগড়ে ঠিক একই ভাবে মৃত্যু হয়েছে ১৫ বছরের আরেক বাস্কেটবল প্রতিভা আমনের। পোল ভেঙে মাথায় পড়ায় মারাত্মক রক্তক্ষরণ হয়। পরিবার অভিযোগ তুলেছে—ঠিকমতো চিকিৎসাই মেলেনি।

পরপর দুটি মৃত্যু এখন বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে হরিয়ানার ক্রীড়া অবকাঠামোকে—খেলোয়াড় জন্মায়, কিন্তু তাদের রক্ষার ব্যবস্থা কোথায়?

স্বপ্ন নয়, বেঁচে ফেরার নিশ্চয়তা চাই—এবার উত্তর দেওয়ার পালা কর্তৃপক্ষের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen