মহানগরের সবুজায়নে জোর, কলকাতার রাজপথের মাঝে গ্রিন বাফার করছে পুরসভা

দিনে দিনে গরম বাড়ছে। বড় গাছের অভাবে রাস্তা বেরিয়ে জিরিয়ে নেওয়ার উপায় নেই।

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনে দিনে গরম বাড়ছে। বড় গাছের অভাবে রাস্তা বেরিয়ে জিরিয়ে নেওয়ার উপায় নেই। একের পর এক ঝড়ে মহানগরের বহু গাছ পড়ে গিয়েছে। কলকাতা শহরে বড় গাছ লাগানোর তেমন জায়গাও নেই! শহরের বড় রাস্তার মাঝে এবার ‘গ্রিন বাফার’ তৈরির পথে কলকাতা পুরসভা।

এতে একদিন গাছের ছায়া মিলবে, পাশাপাশি গরম কমবে, অক্সিজেন মিলবে। দূষণও কমবে। এখন ইএম বাইপাসের দু’ধারে পুরসভা এবং বনদপ্তর গাছ লাগিয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে বড় গাছ লাগাতে চায় পুরসভার উদ্যান বিভাগ। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে রাসবিহারি অ্যাভিনিউ, যাদবপুর, গড়িয়ায় বড় গাছ লাগাতে পরিকল্পনা করা হচ্ছে।

মেট্রো রেল, কলকাতা বিমানবন্দর, বন্দর সহ নানা সরকারি কর্তৃপক্ষকে গাছ লাগানোর কথা বলা হয়েছে। রাস্তার মাঝখানে অর্থাৎ রাস্তার দু’‌ধার ছেড়ে মাঝে বড় গাছ লাগানো হবে। গত পাঁচ বছর ধরে গার্ডেনরিচ পানীয় জল সরবরাহ কেন্দ্রে আম, জাম, কাঁঠাল সহ নানা গাছ লাগানো হয়। টালা পাম্পিং স্টেশনেও গাছ লাগানো হয়েছে। দূষণ কমাতে রাজপথের মাঝে ছোট গাছ লাগানো হচ্ছে। এতে দূষণ কমছে। মহানগরের বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen