কর্মসংস্থানে জোর, শিক্ষক নিয়োগ, পুলিশে নতুন ৩ ব্যাটেলিয়নের ঘোষণা মমতার

রাজ্যে কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত।

November 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন দুটি ক্ষেত্রে ফের নিয়োগের সুখবর। নিরাপত্তায় জোর দিয়ে রাজ্য পুলিশে আরও তিনটি নতুন ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। কোভিড (COVID-19) পরবর্তী পরিস্থিতিতে শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষকদেরও। তাঁর এই ঘোষণা শুনে স্বভাবতই খুশি রাজ্যবাসী। একুশের ভোটকে সামনে রেখে এমন ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”কোভিড পরিস্থিতির উন্নতি হলে শূন্য পদে শিক্ষক নিয়োগ শুরু হবে। ১৬ হাজার পদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। যাবতীয় নিয়মকানুন স্থির করে পরে জানাবে শিক্ষাদপ্তর।” তবে আগামী বছরের গোড়ার দিকেই হয়ত কাজ শুরু হবে, এমনই ইঙ্গিত মিলল তাঁর কথায়।

রাজ্যের নিরাপত্তায় গুরুত্ব দিয়ে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন এবং কোচবিহারের ‘নারায়ণী সেনা’ তৈরির কথা তিনি জানিয়েছেন।

এই তিন ব্যাটেলিয়নে অন্তত ৩০০০ নিয়োগ হবে বলে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এছাড়াও এদিনের বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী:

  • বাস অটো ট্যাক্সির ফিটনেস সার্টিফিকেটের (Fitness Certificate) সময়সীমা বাড়ানো হল।
  • করোনা আবহে দশম (Madhyamik) ও দ্বাদশের (Higher Secondary) টেস্ট পরীক্ষা দিতে হবে না পরীক্ষার্থীদের। সরাসরি ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে।
  • বাগডোগরা এয়ারপোর্টের (Bagdogra Airport) জন্য বরাদ্দ করা হল ৯৯ একর জমি।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen