টিকা ছাড়াই খালি সিরিঞ্জ ফোটাচ্ছেন নার্স! বিহারের ঘটনায় স্তম্ভিত দেশ

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।

June 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা টিকা (Covid Vaccine) দেওয়ার নামে খালি সিরিঞ্জ (Empty Syringe) ফুঁড়েই দায় সারছেন বিহারের (Bihar) এক নার্স (Nurse)! নেটমাধ্যমে সেই ছবি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ছপরার একটি সরকারি করোনা টিকা শিবিরের ওই ঘটনায় অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নেটমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্ত নার্স একটি নতুন সিরিঞ্জ বার করে একটি ব্যক্তিতে টিকা দিচ্ছেন। কিন্তু সেই সিরিঞ্জ খালি। কারণ, ইঞ্জেকশন দেওয়ার আগে সিরিঞ্জে টিকা ভরেননি তিনি। ইঞ্জেকশন নেওয়া ব্যক্তি ঘটনাটি বুঝতেই পারেননি। তাঁর এক বন্ধু ইঞ্জেকশন দেওয়ার সময় হাজির ছিলেন। তিনি পুরো ঘটনাটি ভিডিয়ো করেছিলেন। বিষয়টি নজরে পড়ায় বন্ধুকে সতর্ক কেন তিনি। এর পরেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সরকার ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে এ পর্যন্ত বিহারে মোট ১০ লক্ষ ১৮ থেকে ৪৪ বছর বয়সিকে টিকা দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen