‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পড়ে মাঠে নামলে শাস্তি পেতে পারেন কেন, ভ্যান ডাইক

ওয়ান লাভ আর্মব্যান্ড একটি প্রচারাভিযানের অংশ।

November 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার ইরানের বিরুদ্ধে ইংল্যান্ড তাদের প্রথম খেলা খেলতে নামছে ইরানের সঙ্গে। সেই খেলায় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ডের পড়ে নামবেন। নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকও তাই তাদের প্রথম খেলায় সেই আর্ম ব্যান্ড পড়ে নামবেন বলে জানিয়েছেন।

ওয়ান লাভ আর্মব্যান্ড একটি প্রচারাভিযানের অংশ। এটি সরাসরি LGBTQ-বিরোধী আইনের সাথে যুক্ত না হলেও তা নিয়েই কথা বলে। এটি নেদারল্যান্ডসে চালু করা হয়েছিল এবং ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ওয়েলস দ্বারা সমর্থিত হয়েছিল, এবং এই দেশগুলির অধিনায়করা কাতার বিশ্বকাপে এই আর্মব্যান্ড পরবেন বলে জানা গেছে। কাতারের আইন অনুযায়ী, সে দেশে সমকামী প্রেম অপরাধ।

এদিকে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে প্রতিযোগী সব দলকেই । সুতরাং, সোমবার ইংল্যান্ড -ইরান ম্যাচে কেনের হাতে যদি এই ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড থাকে, তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। একই ঘটনার সম্মুখীন হতে পারেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen