ভারত-ইংল্যান্ড সিরিজের সম্প্রচার কোথায়
কিছুদিন আগেও যখন হটস্টার এবং জিও আলাদা ছিল তখন ভারতের বেশিরভাগ খেলার টেলিভিশন স্বত্ব স্টার স্পোর্টস এর কাছে থাকলেও ডিজিটাল স্বত্ব থাকতো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১৭:০০: কিছুদিন আগেও যখন হটস্টার এবং জিও আলাদা ছিল তখন ভারতের বেশিরভাগ খেলার টেলিভিশন স্বত্ব স্টার স্পোর্টস এর কাছে থাকলেও ডিজিটাল স্বত্ব থাকতো জিও সিনেমার কাছে কিন্তু সম্প্রতি জিও এবং হটস্টার এক হয়ে যাওয়ায় আমরা সেই জিনিসটি আর দেখতে পাওয়া যায়নি। কিন্তু একটু আলাদাভাবে এইবারে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে কিছুদিন পরে আসতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজে।
শুভমন গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল নামতে চলেছে ইংল্যান্ড এর বিরুদ্ধে। সেই সিরিজের টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব এবার ভাগ করে দেওয়া হলো। যার অর্থ OTT এবং টেলিভিশন একই ব্রডকাস্টার সম্প্রচার করবে না। এই টুর্নামেন্টের ডিজিটাল স্বত্ব যেখানে দেওয়া হলো জিও-হটস্টারকে সেই জায়গায় টেলিভিশনের স্বত্ব দেওয়া হলো সোনি-স্পোর্টস কে।
এই বিষয়ে প্রশ্ন করতে জিও-হটস্টারের সিইও সংযোগ গুপ্ত বলেন, ‘এই চুক্তিতে দুটো সংস্থাই লাভবান হয়েছে। ডিজিটাল মাধ্যমে জিয়োহটস্টার গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এদিকে সোনিও দীর্ঘ দিন ধরে ভারতে ক্রিকেটের সম্প্রচারের সঙ্গে যুক্ত। সেই কারণে ঠিক করা হয়েছে যে, এই দুই সংস্থা মিলেই এই সিরিজের সম্প্রচার করবে।’
অন্যদিকে সোনি পিকচার্স নেটওয়ার্কের এমডি ও সিইও গৌরভ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘ক্রিকেটপ্রেমীদের কথা ভেবেই এই চুক্তি হয়েছে। আমরা আশা করছি এই চুক্তি ভারতে ক্রিকেটের সম্প্রচারের এক নতুন দিক খুলে দেবে। অনেক ধন্যবাদ জানাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।’
কিন্তু ক্রিকেটপ্রেমীদের একটাই দাবি স্বত্ব যার কাছেই থাকুক ট্রফি যেন ভারতের ঘরেই আসে। প্রসঙ্গত কোহলি – রোহিতদের ছাড়া কি করবে শুভমনের ভারতীয় দল, এই মুহূর্তে সেই দিকেই তাকিয়ে পুরো দেশ।