ধর্মশালায় টাইগারদের হার, CWC 2023-এ প্রথম জয় ইংল্যান্ডের

রানের পাহাড় খাড়া করে ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস

October 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ধর্মশালায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ইংল্যান্ড। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ অন্যদিকে কিউইদের কাছে প্রথম ম্যাচে হারতে হয়েছে। তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয় পেল ইংল্যান্ড। টসে জিতে ইংরেজদের ব্যাট করতে পাঠায় শাকিবরা। রানের পাহাড় খাড়া করে ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৩৭ রানে জয়ী হয় ইংল্যান্ড।

দুই ওপেনারের ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করেন। আরেক ওপেনার দাউইদ মালান শতরান করেন। ১০৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন মালান। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে তিনি সাজঘরে ফেরেন। ১৬টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। তিন নম্বরে নেমে জো রুট ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। চারটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান। তিনটি উইকেট গিয়েছে সরিফুল ইসলামের ঝুলিতে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাট করতে নেমে দফায় দফায় উইকেট হারাতে থাকে। ৭৬ রান করে বাটলারের গ্লাভসে ধরা পড়েন ওপেনার লিটন দাস। মুশফিকুর রহিম হাস সেঞ্চুরি করেন, হৃদয় কিছুটা লড়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি। রেস টপ্লি চারটি উইকেট নেন এবং দুটি উইকেট নিয়েছে ক্রিস ওকস। ৪৮.২ ওভারেই প্যাভেলিয়নে ফেরে গোটা বাংলাদেশ টিম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen