দক্ষিণ থেকে উত্তর পরিবেশ বান্ধব ফেরিতে জুড়ছে শহর-শহরতলি

এবার বাংলার জলপথে বাড়তে চলেছে যাত্রী পরিষেবা।

September 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাংলার জলপথে বাড়তে চলেছে যাত্রী পরিষেবা। ডায়মন্ড হারবার থেকে নদীয়ার কল্যাণী পর্যন্ত চলবে পরিবেশ বান্ধব ভেসেল ও লঞ্চ। উদ্যোগী রাজ্যের পরিবহণ দপ্তর। এই বিষয়ে কোথায় কোথায় জেটিঘাট করতে হবে বা পুরনোগুলি সংস্কার করা প্রয়োজন কিনা তা তা খতিয়ে দেখা হবে জানা গিয়েছে।

জলপথে নতুন যাত্রাপথ

পরিবহন দপ্তর সূত্রে খবর মিলেছে, নুরপুর থেকে বজবজ, পুজালি, মহেশতলা ইত্যাদি পুরএলাকা ঘেঁষে কল্যাণী পর্যন্ত যাবে বিদ্যুৎচালিত এই যানগুলি।

এছাড়াও পরিবহন মন্ত্রী জানিয়েছেন, পরিবেশরক্ষার জন্য কল্যাণী থেকে ডায়মন্ড হারবারের নুরপুর পর্যন্ত গঙ্গার দু’দিকে বৃক্ষ রোপন করা হবে। এ বিষয়ে দায়িত্ব নিতে হবে পুরসভাগুলিকে।

বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মধ্যে এক বৈঠকে পরিকল্পনা নেওয়া হয়েছে যে, নদীর উভয় দিকেই পুরসভা ও জেলা পরিষদ সকলে যাতে ভাড়ার টাকার ভাগ পায় তাতে নজর দেওয়া হবে। এ নিয়ে একটা রূপরেখা তৈরি করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen