EURO CUP: কোনোমতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, শেষ আটে বিধ্বংসী স্পেন

এক্সট্রা টাইমে অসাধারণ গোল করে ইংল্যান্ডকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন অধিনায়ক হ্যারি কেন।

July 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইংল্যান্ড: ২ (জুড বেলিংহ্যাম, হ্যারি কেন)
স্লোভাকিয়া : ১ (ইভান স্ক্রাঞ্জ)

স্পেন: ৪ (রড্রি, রুইজ, নিকো, আলমো)
জর্জিয়া: ১ (লে নরম্যান্ড- আত্মঘাতী)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিছিয়েও ২-১ গোলে জিতল ইংল্যান্ড। স্লোভাকিয়াকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল হ্যারি কেনের দল। রবিবার রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচ বড় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ মিনিটেই গোল করেন স্লোভাকিয়ার ইভান স্কার্নচ। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে গোল শোধ করে খেলা ঘোরান ইংল্যান্ডের বেলিংহাম। এক্সট্রা টাইমে অসাধারণ গোল করে ইংল্যান্ডকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন অধিনায়ক হ্যারি কেন।

অপরদিকে ইউরো কাপ যত এগোচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে স্পেন। রবিবার ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়াকে তারা হারিয়ে দিল ৪-১ গোলে। তা-ও আবার এক গোলে পিছিয়ে পড়ে। স্পেনের হয়ে গোল করলেন রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো। জর্জিয়ার একমাত্র গোল রবিন লে নরমাঁর আত্মঘাতী। কোয়ার্টার ফাইনালে তিকিতাকার দেশ খেলবে আয়োজক দেশ জার্মানির বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen