আসছে বাঘ! আলিপুরদুয়ারে দুটি বন সংলগ্ন গ্রামের বাসিন্দাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু

বক্সা টাইগার রিজার্ভে সব মিলিয়ে ১৭টি বনসংলগ্ন গ্রাম রয়েছে তবে তাদের মধ্যে কতগুলি স্থানান্তর করা দরকার তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

December 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আলিপুরদুয়ার জেলা প্রশাসন দুটি বন সংলগ্ন গ্রামের বাসিন্দাদের স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে। বক্সা টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইগারদের পুনঃপ্রবর্তনের পরিকল্পনা রয়েছে, তাই বনের কিছু গ্রামবাসীকে স্থানান্তরিত করা হতে চলেছে, তাদের নিরাপত্তার স্বার্থে।

বক্সা টাইগার রিজার্ভে সব মিলিয়ে ১৭টি বনসংলগ্ন গ্রাম রয়েছে তবে তাদের মধ্যে কতগুলি স্থানান্তর করা দরকার তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আপাতত কুমারগ্রাম ব্লকের ভুটিয়াবস্তি এবং জেলার কালচিনি ব্লকের গাঙ্গুটিবস্তির বাসিন্দাদের শীঘ্রই স্থানান্তর করা হবে। স্থানান্তর গ্রামবাসীদের ভাঙন এড়াতেও সাহায্য করবে, যা এমন একটি সমস্যা যা তারা বর্ষার মাসগুলিতে তাদের গ্রামে সম্মুখীন হয়।

মঙ্গলবার, জেলা ম্যাজিস্ট্রেট আর. বিমলা জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের এবং বিটিআর-এ পোস্ট করা সিনিয়র বনকর্মীদের সাথে একটি বৈঠক করেছেন।

গাঙ্গুটিয়াবস্তিতে ১৯১টি পরিবার এবং ভুটিয়াবস্তিতে ৫০টি পরিবার রয়েছে। প্রতিটি পরিবারকে দুই কিস্তিতে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এই প্রোগ্রামের জন্য ৩৬ কোটি টাকা পাওয়া গেছে।

বনকর্মীরা বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen