বছর পেরোলেও পূরণ হয়নি রাজ্যপালের প্রতিশ্রুতি, ক্ষোভ চোপড়ার মৃত শিশুদের পরিবারের

November 22, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.০০: চোপড়ায় এক বছর আগে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সীমান্তে বিএসএফ-এর (BSF) খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। সেই সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রতিটি পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য, ছয় মাসের শিক্ষাসহায়তা এবং চাকরির প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিযোগ, বছর ঘুরে গেলেও রাজভবন থেকে কোনও সাহায্য পাননি পরিবারগুলি।

পরিবারের দাবি, রাজ্যপালের প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ। তাই তাঁরা এবার সরাসরি রাজভবনে গিয়ে দেখা করার পরিকল্পনা করেছেন। তাঁদের বক্তব্য, কেন প্রতিশ্রুতি পূরণ হয়নি তা জানতে চান তাঁরা।

ঘটনার নয় দিনের মাথায় রাজ্যপাল (Governor) ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিযোগ, সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।

অন্যদিকে, দুর্ঘটনার পরপরই রাজ্যের তৃণমূল সরকার (Trinamool government) পাশে দাঁড়ায়। স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের (Hamidul Rahman) নেতৃত্বে নয় দিন ধরে আন্দোলন হয়। বিএসএফ ক্যাম্পের সামনে ধর্নায় বসেন তৃণমূল কর্মীরা। সেই সময় রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে ঐ চার পরিবারকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen