মোদী-শাহকে চিঠি দিয়েও মেলেনি সুরাহা! ৮ কোটির প্রতারণার জেরে নিজের বুকে গুলি প্রাক্তন IPS অফিসারের

December 22, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১২:  সাইবার জালিয়াতির ফাঁদে সর্বস্ব হারালেন প্রাক্তন IPS অফিসার। ফলে চরম সিদ্ধান্ত নিলেন পঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি (IG) অমর সিং চাহাল (Amar Singh Chahal)। সোমবার পাতিয়ালায় নিজের বাসভবনেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। জানা গিয়েছে, নিজের নিরাপত্তা রক্ষীর রিভলভার দিয়ে তিনি নিজের বুকে গুলি চালান। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রাক্তন এই পুলিশকর্তা।

পুলিশ সূত্রে খবর, প্রায় ৮ কোটি ১০ লক্ষ টাকার বিশাল অঙ্কের অনলাইন জালিয়াতির শিকার হয়েই মানসিক অবসাদে এই পদক্ষেপ করেছেন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ পৃষ্ঠার একটি দীর্ঘ সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই নোটে পঞ্জাবের ডিজিপি (DGP) গৌরব যাদব-সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি।

সুইসাইড নোটে চাহাল দাবি করেছেন, গত অক্টোবর মাসে একটি ভুয়ো সংস্থায় তিনি বিপুল অর্থ লগ্নি করেছিলেন। মোট ৮.১০ কোটি টাকার মধ্যে ১ কোটি টাকা ছিল তাঁর নিজস্ব সঞ্চয়। বাকি টাকা তিনি বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ হিসেবে নিয়েছিলেন। প্রতারিত হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের এই দুরবস্থার কথা জানিয়ে এবং সুবিচারের আশায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) চিঠি লিখেছিলেন। কিন্তু সেখান থেকেও কোনও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন।

উল্লেখ্য, প্রাক্তন আইপিএস (IPS) অমর সিং চাহাল ২০১৫ সালের বহুল চর্চিত কোটকাপুরা গুলিকাণ্ড মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। ধর্ম অবমাননার অভিযোগের প্রতিবাদে সামিল হওয়া সাধারণ মানুষের ওপর পুলিশি গুলি চালনার ঘটনায় দুই প্রতিবাদীর মৃত্যু হয়েছিল, যাতে নাম জড়িয়েছিল তৎকালীন পুলিশকর্তা চাহালের।

পঞ্জাব পুলিশের প্রাক্তন এই শীর্ষ আধিকারিকের আত্মহত্যার চেষ্টায় পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাতিয়ালার এসএসপি (SSP) বরুণ শর্মা জানিয়েছেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা সংকটজনক হলেও শ্বাস-প্রশ্বাস চলছে। আপাতত চিকিৎসকদের প্রধান লক্ষ্য তাঁর প্রাণ বাঁচানো। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen