Weather Update : উষ্ণতার পারদ কমলেও এখনই পুরোপুরি কমছেনা বৃষ্টি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.১৫: বাংলা জুড়ে শীতের আমেজের মাঝেই উঁকি দিচ্ছে বৃষ্টি এমনটাই জানিয়েছে আবাহাওয়া দপ্তর। তাদের মতে সপ্তাহান্তে কলকাতার পারদ নামতে পারে ২০ ডিগ্রিরও নিচে। আবার পাশাপাশি আগামী সপ্তাহে রয়েছে বৃষ্টির সম্ভাবনা যার পরেই জাকিয়ে বসবে শীত।
সকাল সন্ধ্যে কুয়াশার পড়তে শুরু হয়েছে বাংলায় সাথে মেঘলা আকাশ কিন্তু সেরকম বৃষ্টি আর হবেনা বলেই জানা গিয়েছে। আগামী দুইদিন তাপমাত্রা সেরকম হ্রাস পাবেনা তবে তারপরই পারদ। জানা গিয়েছে, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওযা থাকবে। আজ কোথাও থাকবে মেঘলা আকাশ। আজ দক্ষিণ ২৪ পরগনা ও উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৩ পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ কলকাতায় সর্বোচ্চ এবং আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ও ২৭ ডিগ্রি। উত্তরবঙ্গের আকাশ থাকবে মেঘমুক্ত কিন্তু ঠান্ডা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিকে আগামী সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ চিন সাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে। ওই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরেও এসে পড়তে পারে। তার জেরে যে বৃষ্টি হবে তার থেকেই বঙ্গে শীত বাড়বে জানানো হয়েছে।