আগস্টে আরম্ভ হচ্ছে EVM পরীক্ষার কাজ, লোকসভার প্রস্তুতি শুরু?

পুজোর আগে ৭ অক্টোবরের মধ্যে ইভিএম পরীক্ষার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

July 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আগস্টে আরম্ভ হচ্ছে EVM পরীক্ষার কাজ, ছবি সৌজন্যে-ndtv

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইভিএম পরীক্ষার কাজ। পঞ্চায়েত ভোট মিটলেই শুরু হবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। পুজোর আগে ৭ অক্টোবরের মধ্যে ইভিএম পরীক্ষার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট পরীক্ষা করা হবে।

প্রাথমিকভাবে ৮০ হাজার ৯০৯টি বুথের কথা উল্লেখ করে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ১ লক্ষ ৩৯ হাজার ৫৭টি ব্যালট ইউনিট পরীক্ষা করা হবে, ব্যালট ইউনিটে ভোটাররা ভোটদান করেন। ১ লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিট খতিয়ে দেখা হবে। এটি
প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে থাকে। দেড় লক্ষ ভিভিপ্যাট পরীক্ষা করা হবে। মনে করা হচ্ছে, এখন প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে। দেখে নেওয়া হবে মেশিনগুলি ঠিক আছে কি না। খারাপ মেশিনগুলি ফেরত পাঠানো হবে।

একুশের বিধানসভা নির্বাচন থেকে বুথ প্রতি ১৪৫০ জন ভোটারের নিয়ম চালু হয়েছে। ভোট দাতার সংখ্যা বেশি হলেই বুথ ভেঙে দ্বিতীয় বা অক্সিলারি বুথ গঠন করা হয়েছে। দেখা যাচ্ছে, ৪২টি লোকসভা কেন্দ্রে ৭৯,৫০১টি বুথ রয়েছে। অক্সিলারি বুথের সংখ্যা ১৪০৮।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen