EVM-এ থাকবে প্রার্থীদের রঙিন ছবি, বিহার নির্বাচন থেকে চালু নয়া নিয়ম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫০: পাল্টাচ্ছে বৈদ্যুতিন ভোটযন্ত্রের (EVM) নকশা। এবার সাদা-কালোর বদলে প্রার্থীদের রঙিন ছবি থাকবে।
উল্লেখ্য, ১৯৬১ সালের কনডাক্ট অব ইলেকশনস রুলসের ৪৯বি বিধি অনুযায়ী, এবার থেকে ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার করা হবে। একদা ইভিএমে প্রার্থীদের কোনও ছবি থাকত না। তারপর দেওয়া হতো সাদাকালো। এবার থেকে থাকবে রঙিন ছবি। ভোটদানের সময় ভোটদাতাদের যাতে প্রার্থীদের চিনতে কোনও অসুবিধা না হয়, তাই রঙিন ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, বিহারের আসন্ন বিধানসভা ভোট থেকে এই নয়া নিয়ম চালু হতে চলেছে। সেজন্য প্রয়োজনীয় গাইডলাইন আপডেটের কাজও সেরে ফেলেছে কমিশন। ছবির জন্য চিহ্নিত জায়গায় চারভাগের তিনভাগ স্থান নিয়ে প্রার্থীর রঙিন ছবি থাকবে।
এছাড়াও সব প্রার্থীর নাম সমান আকারের হরফে লেখা থাকবে। যাতে নাম পড়তে বিন্দুমাত্র কোনও সমস্যা না হয় ভোটদাতাদের। কমিশন গাইডলাইনে জানিয়েছে, ফন্ট সাইজ হবে ৩০ এবং বোল্ড। বিহারের পর এবার থেকে অন্য নির্বাচনেও একই পদ্ধতি ব্যবহার করা হবে।