প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

December 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: প্রয়াত হলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিক শিবরাজ পাতিল। আজ, শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সাতের দশকে কংগ্রেসের বিধায়ক হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। সাতবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। তাঁর আমলেই মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলা ঘটেছিল। মুম্বই হামলার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি।

দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা ছিল তাঁর। আদৰ্শ নির্ভর রাজনীতির জন্য সুনামও ছিল তাঁর।প্রবীণ রাজনীতিকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen