উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা নিয়ে প্রতিবাদে সরব প্রাক্তন বিচারপতি

রবিবার বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দে‍ওয়া হয়।

June 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নবীকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভের আগুন জ্বলেছিল দেশের নানা প্রান্তে। নূপুর শর্মার গ্রেপ্তারের প্রতিবাদে গত কেয়েকদিন ধরে বিক্ষোভ, প্রতিবাদে সামিল হয়েছিল সংখ্যালঘুরা। প্রয়াগরাজের বাসিন্দা মহম্মদ জাভেদ আহমদ ছিলেন এই প্রতিবাদ মিছিলের অন্যতম মুখ। এরপরই সরকারের পক্ষ থেকে জাভেদের বাড়িটি ভেঙে ফেলার নোটিস পাঠায় কানপুর ডেভলপমেন্ট অথরিটি। নোটিসে উল্লেখ করা হয়েছে, বাড়িটি অবৈধভাবে নির্মিত। রবিবার বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দে‍ওয়া হয়। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।

সোমবার এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গোবিন্দ মাথুর বলেন, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, ভারতে বেআইনিভাবে নির্মিত বাড়ির সংখ্যা প্রায় কোটির উপরে। পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তির বাড়ি এভাবে ভেঙে ফেলা সম্পূর্ণ অনৈতিক। প্রাক্তণ বিচারপতি গোবিন্দ মাথুর বলেন, রাজ্য সরকার তাহলে আইনের শাসন মানছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠে যায়।
উল্লেখ্য, ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতায় যারা অভিযুক্ত হয়েছিলেন, তাদের বাড়িতে ‘নেম অ্যান্ড শেম’ লিখে পোস্টার দেওয়ার নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। এর প্রতিবাদে গোবিন্দ মাথুর সরকারের বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলা দায়ের করেন। তাঁকে সমর্থন জানিয়ে কোর্টের পক্ষ থেকেও এই ঘটনাকে অমানবিক এবং ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী বলা হয়। ফলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার ক্ষেত্রে তাঁর মন্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen