অভিষেকের তদারকিতেই ১২ বছর বাদে পেনশন চালু প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকার

আপাতত ১৩ হাজার ৯৮৫ টাকা করে আপাতত পেনশন পাবেন ইরা বসু।

September 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শালিকা ইরা বসুর পেনশনের নির্দেশিকা জারি করে দিল রাজ্যের অর্থ দফতর । রাজ্যের নির্দেশ ১লা মে ২০০৯ অর্থাৎ তাঁর অবসরের সময় থেকেই নির্দেশিকা কার্যকর হবে। অর্থাৎ মাসিক পেনশন তো বটেই, বকেয়া টাকাও পাবেন ইরাদেবী।

নবান্ন সূত্রের খবর, খবর যাওয়ার তিনদিনের মধ্যেই রাজ্য অর্থ দপ্তরের তরফেই নির্দেশিকা জারি করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্যকে নমিনি করা হয়েছে ইরাদেবীর পেনশনের।

আপাতত ১৩ হাজার ৯৮৫ টাকা করে আপাতত পেনশন পাবেন ইরা বসু। নবান্ন সূত্রে খবর, ১লা মে থেকে এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। সূত্রের খবর, ইরা বসুর ব্যাপারে গোড়া থেকেই নজর ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক যে বিষয়টি তদারকি করছিলেন সে কথা নিজে মুখে জানিয়েছিলেন ইরাদেবীও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen