মেঘালয়ে ১২ জন বিধায়কের তৃণমূলে যোগ, বিশাল ধাক্কা খেলো কংগ্রেস
মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে মোট ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়েছেন। মেঘালয় বিধানসভার অধ্যক্ষকে এই অর্থে তাঁরা চিঠি দিয়েছেন।
November 24, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গোয়া, দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পর এবার মেঘালয়ে বিশাল ধাক্কা খেলো কংগ্রেস। সূত্রের খবর, মেঘালয় কংগ্রেসের ১৭ জন বিধায়কের মধ্যে ১২ জনই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেস এখন মেঘালয়ে প্রধান বিরোধী দল।
জানা যাচ্ছে, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে মোট ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়েছেন। মেঘালয় বিধানসভার অধ্যক্ষকে এই অর্থে তাঁরা চিঠি দিয়েছেন।
বাংলার বাইরে জোরালো অস্থিত্বের লক্ষ্যে একুশের মাঝামাঝি থেকেই কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শীর্ষ নেতৃত্ব।