পাকিস্তানের জেলে খুন ইমরান খান! আসল সত্য কী?

November 26, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্য এবার আরও ঘনীভূত। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খানকে নিয়ে বুধবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুঞ্জন। যদিও কোনও বিশ্বাসযোগ্য সূত্র বা সরকারি সংস্থা এখনও এই দাবি স্বীকার করেনি, তবে এক্স–এ (টুইটার) #ImranKhan ট্রেন্ডে জল্পনা তুঙ্গে।

পুরো বিতর্কের সূত্রপাত আফগানিস্তান টাইমস নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়, একটি “বিশ্বাসযোগ্য সূত্র” নাকি জানিয়েছে যে ইমরান খান রহস্যজনকভাবে হত্যা হয়েছেন এবং তাঁর দেহ জেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই তথ্য কেউ যাচাই করেনি।

এর পরেই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক এক্স পোস্টে দাবি করা হয়, হাজার হাজার সমর্থক আদিয়ালা জেলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ভিডিও এবং ছবি, যেখানে স্ট্রেচারে শুয়ে থাকা একজন মানুষকে ইমরান খান দাবি করা হয়েছে— যদিও তার সত্যতা যাচাই করা হয়নি।

সংবাদ সংস্থা PTI সূত্রে খবর ইমরান খানের পরিবার ও তাঁর দল বরাবর অভিযোগ করে এসেছে যে জেলে ইমরান খানকে একা রাখা হয়েছে, অত্যাচার করা হচ্ছে এবং চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। সম্প্রতি তাঁর তিন বোন— নরিন, অলিমা ও উজমাকে সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি না দেওয়ায় তাঁরা জেলের বাইরে বিক্ষোভ করেন। PTI সূত্রে খবর পুলিশ তাঁদের মারধর করেছে, চুল ধরে টেনে নিয়ে গিয়েছে।

ইমরান খান গত বছর দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাবন্দি। তাঁর অভিযোগ সবটাই সেনাবাহিনীর ষড়যন্ত্র। জুলাইয়ে তিনি সতর্ক করেছিলেন, তাঁর কিছু হলে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করা হবে।

তবে এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট ইমরান খান বেঁচে আছেন কি মারা গেছেন তা নিশ্চিত নয় কিন্তু তাঁর নিরাপত্তা নিয়ে অস্বচ্ছতা পাকিস্তানজুড়ে আশঙ্কা ও রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen