প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা আবু হেনা। রবিবার রাত এগারোটা নাগাদ সল্টলেকে নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গিয়েছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ তাঁর দেহ কলকাতা থেকে লালগোলায় নিয়ে যাওয়া হবে।সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
পেশায় আইনজীবী আবু হেনা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। কংগ্রেস থেকে ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লালগোলার বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথম পরাজিত হন আবু। উল্লেখ্য, আবুর বাবা আব্দুস সাত্তার ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য।
আবুর মৃত্যু সংবাদ জানিয়ে সমাজ মাধ্যমে শোকপ্রকাশ করেন অধীররঞ্জন চৌধুরী। তিনি লেখেন, “ভাবতে কষ্ট হচ্ছে, আমাদের প্রিয় হেনাদা, আবু হেনা সাহেব আর নেই। গত সপ্তাহেই কলকাতায় দেখা করে এলাম। আশা করেছিলাম, আবার মুর্শিদাবাদে ফিরে আসবেন, আমাদের মধ্যেই থাকবেন আগের মতোই শক্ত হাতে পথ দেখাবেন। কিন্তু সেই দেখা যে শেষ দেখা হবে, তা কল্পনাও করিনি।” প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।