প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ CPI (M) নেতা দীনেশচন্দ্র ডাকুয়া

স্বাধীনতার পর তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। আজ, বুধবার সকালে কলকাতার এনআরএস হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন তিনি।

স্বাধীনতার পর তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। সিপিআই-র হয়ে প্রথমবার ১৯৬২ সালের নির্বাচনে মাথাভাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। সেই ভোটে পরাজিত হন।

CPI(M)-এ যোগদানের পর ১৯৬৭ সালে মাথাভাঙা থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন। উত্তরবঙ্গ থেকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন দীনেশচন্দ্র। ১৯৭২ থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত মাথাভাঙার বিধায়ক ছিলেন তিনি। ১৯৮৭ সালে তৃতীয় বার বামফ্রন্ট সরকার গঠিত হলে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন দীনেশচন্দ্র। পরে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দপ্তরের দায়িত্বও পান। ২০০১ সালের বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় তাঁকে পর্যটনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen