প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

November 2, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা মইনুল হক (Mainul Haque)। রবিবার ভোরে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। গত সেপ্টেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, ‘আমার রাজনৈতিক সহকর্মী মইনুল হকের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করছি। তিনি ফরাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন এবং গত কয়েক বছর ধরে দলের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’

https://x.com/MamataOfficial/status/1984882538763206812

মইনুল হক ছাত্রনেতা হিসেবে রাজনীতির ময়দানে পা রাখেন। কংগ্রেসের (Congress) হাত ধরে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯৬ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। সেই নির্বাচনে তিনি পরাজিত করেন তৎকালীন সিপিএম বিধায়ক আবুল হাসনাৎ খানকে। এরপর টানা পাঁচবার ফরাক্কা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন মইনুল। বিধানসভায় বিরোধী আসনে সক্রিয় ভূমিকা পালনও করেন তিনি।

কংগ্রেসে থাকাকালীন তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) সদস্য ছিলেন এবং দীর্ঘ সময় ধরে জম্মু ও কাশ্মীর রাজ্যে দলের পর্যবেক্ষক হিসেবে কাজ করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফরাক্কা কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থী মনিরুল ইসলামের কাছে পরাজিত হন মইনুল। সেই বছরই তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত জানান। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় তৃণমূলে যোগ দেন এবং তাঁকে রাজ্য তৃণমূলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen