প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৭:৪০: দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে হাসপাতালে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মৃত্যুকালে বিএনপি নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকার হাসপাতালে সিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ, মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হল তাঁর।
চলতি বছর ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ভুগছিলেন তিনি। এছাড়াও কিডনির অসুখে অনেক দিন ধরেই ভুগছিলেন খালেদা। শুক্রবার পর্যন্ত খালেদা কোনও কথাই বলেননি। শনিবার অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। বয়সের ভার চিকিৎসার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
মঙ্গলবার সকালে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জিয়াপুত্র তারেক রহমান তাঁকে জানিয়েছেন, তাঁর মা প্রয়াত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলো-কে জানান, খালেদা জিয়া সকাল সাড়ে ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
উল্লেখ্য, জিয়াউর রহমানের স্ত্রী খালেদা স্বামীর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)-র দায়িত্ব হাতে নেন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসাবে প্রধানমন্ত্রী হন খালেদা। দু’দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রথম দফা। দ্বিতীয় তথা শেষ মেয়াদে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের প্রশাসনিক প্রধান পদ সামলান। তাঁর আমলে দুর্নীতির অভিযোগ ছিল অজস্র। স্বেচ্ছাসেবী সংস্থায় দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড হয় খালেদার। হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরেছিলেন। ভোটে লড়ার কথাও ছিল কিন্তু শেষ রক্ষা হল না।