বাংলাদেশের সাম্প্রতিক অরাজকতার জন্য ইউনূস দায়ী, গর্জে উঠলেন হাসিনা

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৭: ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বেষের আগুনে পুড়েছে বাংলাদেশ। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, খুন যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। মুক্তচিন্তার পীঠস্থানগুলিতে আঘাত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের জমানায় দেশের চরম অরাজক পরিস্থিতির বিরুদ্ধে এবার গর্জে উঠলেন দেশত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের সাম্প্রতিক অরাজকতার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে দায়ী করেছেন হাসিনা। হাসিনার অভিযোগ, “বাংলাদেশে যা চলছে তার জন্য দায়ী ইউনূস। দেশটাকে অরাজকতার পথে নিয়ে যাচ্ছেন তিনি।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘‘হাদির মৃত্যু সেই অরাজকতাকে তুলে ধরে যা আমার নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছিল। ইউনূসের শাসনে সেই অবস্থার আরও অবনতি ঘটেছে। হিংসা এখন ওখানে একটি সাধারণ ঘটনা। অথচ অন্তর্বর্তীকালীন সরকার এটা অস্বীকার করছে, কারণ পরিস্থিতি সামাল দিতে তারা অক্ষম।’’

ইউনূস আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাসিনা। হাসিনা বলেন, ‘‘ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের বন্ধু। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর এবং মৌলিক। এটি যেকোনও অস্থায়ী সরকারের চেয়েও বেশি স্থায়ী হবে। আমি নিশ্চিত যে সঠিক শাসনব্যবস্থা চালু হলে, ভারত-বাংলাদেশের ১৫ বছরেরও বেশি সময় ধরে তৈরি হওয়া বোঝাপড়া এবং অংশীদারিত্ব আবার ফিরে আসবে।”

হাসিনার মতে সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ‘‘ইউনূস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে। সংখ্যালঘুদের রক্ষা করতে ওরা পুরোপুরি ব্যর্থ, চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে। তাঁরাই বিদেশনীতি ঠিক করে দিচ্ছে।’’ সব মিলিয়ে ক্রমশ চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। ভারত সরকারও জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে তারা চিন্তিত। এখন দেখার উত্তাল বাংলাদেশে কীভাবে শান্তি ফেরান ইউনূস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen