ফের বেসুরো দিলীপ! BJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন রাজ্য সভাপতির

রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে দলের সাংগঠনিক সভাতেও বেসুরো প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

July 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভোটের পর থেকে ক্ষোভ উগরে যাচ্ছেন দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের পর থেকে ক্ষোভ উগরে যাচ্ছেন দিলীপ ঘোষ। রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে দলের সাংগঠনিক সভাতেও বেসুরো প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে বলতে শোনা যায়, “আমরা ভোট করতে জানি না।”

দিলীপ ঘোষ বলেন, সবাই বলেছিল ২০২১ সালে বিজেপির সরকার হয়ে যাবে। কিন্তু হয়নি। তার মানে বিজেপির কোথাও গলদ আছে। বিজেপি অভিজ্ঞতা কম। তাঁরা সংগঠন জানেন, আন্দোলন জানেন, কিন্তু ভোট করাতে জানেন না। ভোট কী করে করতে হয়, বিজেপিকে শিখতে হবে।

কর্মীদের উদ্দেশ্যে বলেন, পার্টিতে এসে একটা পদ পেয়ে গেছে। আসছে, যাচ্ছে, খাচ্ছে। ডেকেছে, ঘুরে আসছে। ভারতীয় জনতা পার্টি করলে এ সব চলবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে। আদর্শ নিয়ে চলে। কেন হারতে হল, কেন ভোট পেল না বিজেপি। এটা পর্যালোচনা করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen