প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি

শনিবার গভীর রাতে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন এই টেনিস কিংবদন্তি।

February 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ক্রীড়া জগতে নক্ষত্র পতন। প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি। শনিবার গভীর রাতে ঘুমের মধ্যেই মারা গেলেন প্রাক্তন ডেভিস কাপার। মৃত্যুকালে আখতার আলির বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন মূত্রনালি ও কিডনির সমস্যায় ভুগছিলেন আখতার আলি। গত ২৯শে জানুয়ারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে শনিবার গভীর রাতে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন এই টেনিস কিংবদন্তি।

১৯৫৮ থেকে ১৯৬৪ সাল অবধি ডেভিস কাপে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। টুর্নামেন্টে ভারতের হয়ে খেলতে নেমে ৯-২ জয়-পরাজয়ের রেকর্ড রয়েছে আখতার আলির দখলে। সিঙ্গলস ও ডাবলস ২টি ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন আকতার আলি। রামানাথন কৃষ্ণন, নরেশ কুমার, প্রেমজিত লাল এবং জয়দীপ মুখোপাধ্যায়ের মত কিংবদন্তীদের সাথে ডাবলস পার্টনার হিসেবে খেলেছেন আখতার আলি। ১৯৫৫ সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। সেই বছরের জুনিয়র উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন।

টেনিস থেকে অবসর নেওয়ার পরেও ভারতীয় টেনিসে কাজ করেছেন আখতার আলি। ভারতীয় টেনিসের একঝাঁক তারকা রমেশ কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জার সঙ্গে কাজ করেছিলেন। ২০০৮ সালের ডেভিড কাপে ভারতীয় দলের নন প্লেয়িং অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আখতার আলি। ২০০০ সালে অর্জুন পুরস্কার সম্মান পান তিনি। ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার জীবনকৃতি খেল রত্ন সম্মানে ভূষিত করে তাঁকে।

প্রাক্তন ডেভিস কাপারের প্রয়াণে শোকের ছায়া টেনিস মহলে।

Last paragraph ey add kore dao

ওনার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen