বাড়তি সুদের বোঝা Car loan, Personal loan-এ, বাড়বে EMI?

মোদী সরকারের উৎসাহে ব্যাঙ্কগুলো দরাজ হাতে ঋণ দিচ্ছে কিন্তু ডিপোজিটের হাল করুণ।

January 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের উৎসাহে ব্যাঙ্কগুলো দরাজ হাতে ঋণ দিচ্ছে কিন্তু ডিপোজিটের হাল করুণ। যার জেরে আর্থিক প্রতিষ্ঠানগুলির চাপ বাড়ছে। সেই চাপের বোঝা গিয়ে পড়ছে আম জনতার কাঁধে? চাপ লাঘব করতে ব্যাঙ্কগুলো গাড়ি ও ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়াচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে রেপো রেট না বাড়লেও, মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। যার সরাসরি প্রভাব পড়ছে গাড়ির ঋণ ও পার্সোনাল লোনে। গৃহঋণের ক্ষেত্রে তার প্রভাব পড়েনি। কারণ বাড়ির লোনের রেপো রেটের উপর নির্ভর করে। যা রিজার্ভ ব্যাঙ্কের হাতে থাকে। সে’কারণেই টার্গেট করা হয়েছে গাড়ির ঋণ ও ব্যক্তিগত ঋণকে।

ডিসেম্বর পর্যন্ত স্টেট ব্যাঙ্কে গাড়ির ঋণে প্রাথমিক সুদের হার ছিল ন্যূনতম ৮.৬৫ শতাংশ। এখন বেড়ে হয়েছে ৮.৮৫ শতাংশ। আরও কয়েকটি ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণেও সুদের হার বাড়িয়েছে। চাপানো হয়েছে প্রসেসিং ফি-র বোঝা। ব্যাঙ্ক অব বরোদা তাদের গাড়ির ঋণে সুদের হার ০.১ শতাংশ বাড়িয়ে ৮.৮ শতাংশ করেছে। ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়াও গাড়ি ও কয়েকটি ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়েছে। নভেম্বরে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণে সুদের হার ছিল ন্যূনতম ১০.৪৯ শতাংশ। এখন বেড়ে হয়েছে ১০.৭৫ শতাংশ। কর্ণাটক ব্যাঙ্কও ব্যক্তিগত ঋণে সুদের হার ১৪.২১ থেকে বাড়িয়ে ১৪.২৮ শতাংশ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen