অতিরিক্ত বিদ্যুত বিলের রহস্য কোথায়?, ফাঁস করলেন CESC-র কর্তা

মানুষের সমস্যা হলে ইনস্টলমেন্টে দিতে পারেন। সেই ব্যবস্থা রাখা হয়েছে।

July 16, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi
ফাইল চিত্র

লকডাউনে অদ্ভূত একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যের। কাজ নেই, কাজ আছে কিন্তু বেতন নেই, কতদিন এই পরিস্থিতি থাকবে- এই সব প্রশ্ন ভাবাচ্ছে না এমন কেউ নেই। এরই মধ্যে মাথার কপালে আরও একটা ভাঁজ বাড়িয়েছে বিদ্যুতের বিল, বলা ভালো মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল।

নিজস্ব চিত্র

কারোর আসত তিন মাসে চার হাজার, কারোরবা আড়াই হাজার, এখন তাঁদের বিল আসছে ২০ হাজার, ৩০ হাজার, কারোও আরও বেশি!হঠাত্ কেন এই পরিস্থিতি তৈরি হল? লকডাউনে কী তবে মানুষ বেশি বিদ্যুত খরচা করেছেন! ঠাওর করতে পারছেন না উপভোক্তারা। এবার সেই রহস্যই ফাঁস করলেন এক সিইএসসি কর্তা।

নিজস্ব চিত্র

কেন এত বিল? সিইএসসির সাউথ ওয়েস্ট রিজিয়নের ডিজিএম জয়দীপ গুহ বলেন,  ‘’মার্চ থেকে লকডাউন। যার ফলে মিটারের রিডিং নেওয়া যায়নি। মে মাস পর্যন্ত বিগত ছ’মাসের অ্যাভারেজ মিটার রিডিং দেখে বিল পাঠানো হয়েছে। জুন মাস থেকে মিটার রিডিং নেওয়া হচ্ছে।“

ফাইল চিত্র

কিন্তু প্রশ্ন হচ্ছে এসবের সঙ্গে বেশি বিদ্যুতের বিলের সম্পর্ক কোথায়?  জয়দীপ গুহ বলেন, “দেখা গিয়েছে, অ্যাভারেজ মিটারের থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়েছে। সেটা বাড়তি ব্যবহৃত বিদ্যুৎ এই মাসে যুক্ত করা হয়েছে। লক ডাউনে সবাই ঘরে। সবার বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। তার ওপর গরমের সময়। মানুষের সমস্যা হলে ইনস্টলমেন্টে দিতে পারেন। সেই ব্যবস্থা রাখা হয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen