মহারাষ্ট্রে ২৫০ কোটির আবগারি দুর্নীতি! CAG রিপোর্টে বিস্ফোরক তথ্য, ED কি আসরে নামবে?
এবার সামনে এল মহারাষ্ট্র সরকারের আবগারি দুর্নীতি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (CAG) রিপোর্ট প্রকাশ্যে আসতেই সে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.১৫: এবার সামনে এল মহারাষ্ট্র সরকারের আবগারি দুর্নীতি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (CAG) রিপোর্ট প্রকাশ্যে আসতেই সে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের বিজেপি সরকারের আবগারি দপ্তরের অনিয়মের জেরে অন্ততপক্ষে ২৫০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। মনে করা হচ্ছে, আরও বড়সড় দুর্নীতি হয়েছে।
ক্যাগের রিপোর্ট বলছে, লাইসেন্স রিনিউয়াল ফিয়ের অ্যাসেসমেন্ট হয়নি ঠিকভাবে। যার জেরে ২০ কোটি ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সুদ হিসাবে ৭০ কোটি ২২ লক্ষ টাকাও আসেনি সরকারের তহবিলে। অন্যান্য খাতে ক্ষতি হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকার। রিপোর্টে দাবি করা হয়েছে, সরকারি অনুমতি ছাড়াই আবগারি কমিশনার পুরনো বিয়ারের ওপর আবগারি কর মকুব করে দিয়েছিলেন। মাইল্ড বিয়ারের কেমিক্যাল স্যাম্পেল দেরি করে জমা করায় ক্ষতি হয়েছে অন্তত ৭৩ কোটি ১৮ লক্ষ টাকা। পাশাপাশি ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট ১১টি পণ্যের দাম কম করে দেখানোয় প্রায় ৩৮ কোটি ৩৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, “বম্বে প্রভিভিশন (প্রিভিলেজ ফি) আইন , ১৯৫৪ অনুযায়ী অংশীদারিত্ব বদলে ফি নেওয়ার নিয়ম রয়েছে। পাবলিক হোল্ডিংয়ের শেয়ারে বড় বদলের ক্ষেত্রে এমন কোনও নিয়ম ছিল না। যার জেরে ২৬ কোটি ৯৭ লক্ষ টাকা রাজস্ব ক্ষতির মুখে পড়েছে মহারাষ্ট্র সরকার।”
এত টাকার আর্থিক অনিয়ম হল কী করে? নেপথ্যে কি কোনও বড় দুর্নীতি? প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, আপ শাসিত দিল্লি সরকার ও কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে আবগারি দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করেছে মোদী সরকার। দুই রাজ্যের ক্ষেত্রেই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী
দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়াল ওই মামলায় গ্রেপ্তার পর্যন্ত হন। ডবল ইঞ্জিন মহারাষ্ট্রেও কি একই পদক্ষেপ করবে মোদী সরকার? সন্দিহান রাজনৈতিক মহল।