#EXCLUSIVE খাড়গে না থারুর; কী বলছে INC সভাপতি নির্বাচনের এক্সিট পোল?

অক্টোবর ১৭ কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হয়েছিল।

October 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অক্টোবর ১৭ কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হয়েছিল । আজ বেলা ১২টায় তার ফল প্রকাশ। মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর, শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে৷

এই নির্বাচনে মতদান করার মতো ভোটার ছিল প্রায় ৯০০০। জানা গেছে তাদের মধ্যে ৯৬% ভোট দিয়েছেন। এই ভোটদাতাদের মধ্যে সর্বাধিক সংখ্যা উত্তর প্রদেশের ছিল। সেখান থেকে পারি ১০০০ জন ভোট দিয়েছেন। জানা যাচ্ছে, তামিলনাডু থেকে ভালো ভোট পেয়েছেন শশী থারুর।

জানা যাচ্ছে প্রায় ৯০% ভোট পেয়ে কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন খাড়গেই। ১০% ভোট পেতে চলেছেন থারুর। তবে হারলেও, সে হার লজ্জার হবে না, কারণ এর আগে বটে শরদ পাওয়ার বা কমল নাথ দুই অংকে পৌঁছতে পারেন নি।

জিতে কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন খাড়গেই, তবে থারুরের হার লজ্জার হার হবেনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen