মেলেনি প্রত্যাশিত সাড়া! বাতিল রাজ্যপাল বোসের ৩ বছর পূর্তিতে গণবিবাহের পূর্বঘোষিত কর্মসূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০৫: শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল রাজভবনে ঘোষিত গণবিবাহের অনুষ্ঠান (Mass wedding ceremony)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ নভেম্বর এই বিশেষ কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাজভবনের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিবৃতিতে গণবিবাহের কোনও উল্লেখ নেই। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা, কেন হঠাৎ সিদ্ধান্ত বদলাল রাজভবন? (Raj Bhavan)
৮ নভেম্বর রাজভবনের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছিল, বর্ষপূর্তির দিন গণবিবাহের আয়োজন করা হবে এবং আগ্রহী পাত্রপাত্রীদের আবেদন জানাতে ইমেল ঠিকানা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন রাজভবনে শুধুমাত্র একটি অনুষ্ঠান হবে, তবে তার প্রকৃতি স্পষ্ট করা হয়নি। এতে নিশ্চিত হয়েছে, ঘোষিত গণবিবাহ আর হচ্ছে না।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কই এই সিদ্ধান্তের মূল কারণ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) সমর্থন করে রাজ্যপালের বিবৃতির পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) অভিযোগ করেছিলেন, রাজভবনে বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছে। এর জবাবে রাজ্যপাল সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে রাজভবনে তল্লাশি চালান এবং নাম না করে কটাক্ষ করেন কল্যাণকে। পরে রাজভবন কল্যাণের বিরুদ্ধে মানহানির মামলা করে, আর পাল্টা সাংসদও থানায় অভিযোগ দায়ের করেন।
রাজ্য সরকার ও রাজভবনের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠছে। প্রশাসনিক সূত্রের দাবি, রাজনৈতিক চাপানউতর এবং সম্ভাব্য সমালোচনা এড়াতেই রাজ্যপাল এবার বর্ষপূর্তি অনুষ্ঠানকে সীমিত পরিসরে রাখতে চাইছেন।
রাজভবনের একটি সূত্র জানিয়েছে, গণবিবাহে অংশগ্রহণের মতো যথেষ্ট আবেদন না মেলায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় শেষমেশ সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।