মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণ! মৃত অভিযুক্ত, আতঙ্ক গোটা এলাকায়

উত্তরপ্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্র রবিবার রাত ২টা নাগাদ মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বসেছিলেন। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Explosion in front of the gate of Madhyamgram High School
Explosion in front of the gate of Madhyamgram High School

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪১: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চাঞ্চল্যকর ঘটনা। মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণ! রবিবার রাত দুটো নাগাদ ঘটা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে ব্রিজের নিচে বসেছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশও। পৌঁছয় বোম ডিস্পোজাল টিম। তদন্তে নেমেছে NIA।

পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্র। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। রবিবার রাত ২টা নাগাদ মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে জলকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্রমুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন শচিদানন্দ। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, তাঁর ব্যাগেই বোমা ছিল। বোমাটি হাতে ফাটার পরেই তিনি গুরুতর জখম হন। তাঁর দুটো হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে যে ব্যাগ উদ্ধার করেছে তাতে মোবাইলের চার্জার, ইলেকট্রনিকস গেজেট ও জামাকাপড় পাওয়া গিয়েছে। রাতেই ঘটনাস্থলে আসেন এসডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনান্তও। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিস সুপার অতীশ বিশ্বাস। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আজ সোমবারই কী ভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাবে NIA। ঘটনাস্থলটি খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করবেন তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen