প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ১৪,০০০ কোটি টাকার ‘স্ক্যাম’! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

December 24, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ। ২০২৫ সালের ‘ক্যাগ’ রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sircar)। X হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে তিনি দাবি করেছেন, ২০২৫ সালের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ‘ক্যাগ’ (CAG)-এর অডিট রিপোর্টে এই দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে এসেছে।

জহর সরকারের টুইট অনুযায়ী, মোদী সরকারের অন্যতম এই ফ্ল্যাগশিপ স্কিমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি যে পরিসংখ্যান তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

*কী অভিযোগ জহর সরকারের?*

জহর সরকার তাঁর টুইটে উল্লেখ করেছেন:
১. *প্রকল্পের সূচনা ও বরাদ্দ:* ২০১৫ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PM Kaushal Vikas Yojana) চালু হয়েছিল। এই প্রকল্পের জন্য মোট ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
২. *উপভোক্তার সংখ্যা:* সরকারের দাবি অনুযায়ী, ১ কোটি ৩২ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
৩. *ভুয়া তথ্য:* জহর সরকারের দাবি, ক্যাগের অডিট বলছে, এই ১.৩২ কোটি তথাকথিত সুবিধাভোগীর মধ্যে ৯০,৬৬,২৬৪ জনের (যা মোট উপভোক্তার প্রায় ৯৪ শতাংশ) কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরই নেই।
৪. *ফেক ডেটা:* যাদের তথ্য আছে, তাদের মধ্যেও অনেকের ভুয়া অ্যাকাউন্ট নম্বর, ভুয়া ইমেল আইডি এবং ভুয়া ফোন নম্বর নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে জহর সরকার প্রশ্ন তুলেছেন, যদি ৯৪ শতাংশ সুবিধাভোগীর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই না থাকে এবং বাকি তথ্য ভুয়ো হয়, তবে বরাদ্দের ১৪,০০০ কোটি টাকা আসলে গেল কোথায়? তিনি একে মোদী সরকারের (Modi government) একটি “বিগ স্ক্যাম” বা বড় দুর্নীতি বলে অভিহিত করেছেন।

স্বাভাবিকভাবেই, ২০২৫ সালের ক্যাগ রিপোর্টের (CAG Audit 2025) এই তথ্য (যা জহর সরকার দাবি করেছেন) প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় প্রকল্পগুলিতে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলে আসছিল, জহর সরকারের এই টুইট সেই আগুনে নতুন করে ঘৃতাহুতি দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

 


 

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen