উত্তরাখণ্ডে সরকারি স্কুলের কাছে মজুত বিস্ফোরক উদ্ধার, আতঙ্কে এলাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২২: উত্তরাখণ্ডের আলমোরায় (Almora) এক সরকারি বিদ্যালয়ের কাছে ঝোপঝাড় থেকে ১৬১টি গচ্ছিত জেলাটিন স্টিক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শক্তিশালী এই বিস্ফোরক সামগ্রী উদ্ধার হতেই গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সামনে আসে, যখন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশের কাছে জানান যে খেলার সময় কিছু ছাত্র কাছের ঝোপে সন্দেহজনক বস্তু দেখতে পায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং পুরো এলাকা ঘিরে দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল ও কুকুর বাহিনী সূক্ষ্ম তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আলমোরার পুলিশ সুপার দেবেন্দ্র পিঞ্চা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত দ্রুত এগোচ্ছে এবং গুজবে কান না দিতে তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন। তিনি আশ্বাস দেন যে তদন্তের অগ্রগতি অনুযায়ী তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সম্প্রতি লালকেল্লায় বিস্ফোরণ এবং ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছে ২৯০০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। ঠিক সেই সময় আলমোরায় এত বড় পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় নিরাপত্তা মহলে উদ্বেগ আরও বেড়েছে, তবে একই সঙ্গে এটি পুলিশের জন্য একটি বড় সাফল্য বলেও মনে করা হচ্ছে।