বিস্ফোরক নচিকেতা: সুস্থ হয়ে ফিরেই ক্ষোভ প্রকাশ, কী বললেন ‘আগুনপাখি’?

December 17, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৪: হাসপাতাল থেকে ফিরেই তীব্র ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। বুধবার, ১৭ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ‘মৃত্যু মস্ত ফাঁকি’ শীর্ষক একটি বার্তা শেয়ার করেন, যেখানে নিন্দুকদের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দেন এই জনপ্রিয় শিল্পী।

সম্প্রতি বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে এবং দ্রুত স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল। শনিবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর শুক্রবার তিনি বাড়ি ফেরেন।

কিন্তু চিকিৎসাধীন অবস্থায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুকামনা করে একাংশের মন্তব্য শিল্পীকে গভীরভাবে আঘাত করে। সেই অভিমানই যেন বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে তাঁর সাম্প্রতিক ভিডিও বার্তায়। সেখানে নচিকেতাকে বলতে শোনা যায়, তিনি বহুবার ‘সোশ্যাল মিডিয়ায় মারা গেছেন’, এবং নিন্দুকদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বললেন, “এবার আপনারা মৃত্যুঘোষণা করলেই কথা দিচ্ছি, মরে যাওয়ার চেষ্টা করব।” ‘আগুনপাখি’কে এও বলতে শোনা গেল, “আমাকে তো আমার যা আয়ু, তার থেকে বেশিবার মারা হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। আবারও বেঁচে এলাম। হয়তো ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন। এবার আপনারা মৃত্যুঘোষণা করলেই কথা দিচ্ছি, মরে যাওয়ার চেষ্টা করব। অন্তত আপনাদের মান রাখতে।”

শিল্পীর কথায়, তিনি লেখেন নিজের অনুভূতি ভাগ করে নিতে, কারও মন্তব্যের আশায় নয়। কটাক্ষ করে তিনি বলেন, অযথা মন্তব্য করা মানে যেন পুরনো তক্তপোষটার মতো শব্দ তুলে বসা-যা জীর্ণতার লক্ষণ ছাড়া আর কিছু নয়। সেই ভিডিও বার্তায় শিল্পীকে বলতে শোনা যায়, “এবার মৃত্যুঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব।”

নচিকেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু শ্রোতা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং নেতিবাচক মন্তব্যকারীদের আচরণের নিন্দা করেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে জীবনমুখী গান দিয়ে শ্রোতাদের মন জয় করা শিল্পীর কণ্ঠে এমন হতাশা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। সোশ্যাল মিডিয়ার বিষাক্ত মন্তব্য কি ক্রমেই শিল্পীদের মানসিক স্বাস্থ্যে আঘাত হানছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen