ভারতে প্রত্যক্ষ বাণিজ্যে অবতীর্ণ হয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে ঋণ দেবে ফেসবুক

ঋণ পেতে হলে কিছু শর্তও রাখা হচ্ছে। অর্থাৎ ঋণ পাওয়ার অন্যতম শর্ত হল, অন্তত ১৮০ দিন ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে ওই সংস্থাকে।

August 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফেসবুক অবশেষে প্রত্যক্ষ বাণিজ্যে অবতীর্ণ হল ভারতে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে (Small and Medium Business) ঋণ (Lend) দেবে এই সোশ্যাল মিডিয়া সংস্থা। বিশ্বের কোনও দেশে এরকম ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা হিসেবে ব্যবসায় নিয়োজিত হয়নি ফেসবুক (Facebook)। এই প্রথম। বস্তুত ভারত থেকেই বলা যায় ফেসবুকের এই নতুন পদক্ষেপ শুরু হল। তবে ফেসবুক নিজেরা কোনও আর্থিক নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠান হিসেবে এই বাণিজ্যে প্রবেশ করছে না। একটি ভারতীয়  আর্থিক সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা। সেই সংস্থার মাধ্যমেই বন্টন করা হবে ঋণ।

শুক্রবার ফেসবুক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আপাতত ক্ষুদ্র ব্যবসা, রিটেল এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এমএসএমই) নথিভুক্ত  সংস্থাকেই ঋণ দেওয়া হবে। এই ঋণ পেতে হলে কিছু শর্তও রাখা হচ্ছে। অর্থাৎ ঋণ পাওয়ার অন্যতম শর্ত হল, অন্তত ১৮০ দিন ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে ওই সংস্থাকে। তবে ফেসবুক এই ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থায় মধ্যস্থতার ভূমিকা নেবে। কোনও মুনাফা করবে না আপাতত। আর ফেসবুকের মাধ্যমে ওই ঋণ পেলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান অথবা ক্ষুদ্র মাঝারি শিল্পটির বাণিজ্যিক প্রসার ও প্রচার করা যাবে ফেসবুক ও হোয়াটস অ্যাপের প্ল্যাটফর্মে। 

প্রসঙ্গত, গত বছর ফেসবুক মুকেশ আম্বানির জিও সংস্থার সঙ্গে ৫০০ কোটি ডলারের এক লগ্নিচুক্তিতে আবদ্ধ হয়েছিল। জানা যাচ্ছে, বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই হয়ে যাওয়ার পর আগামীদিনে হোয়াটস অ্যাপ বিমা ও পেনশন সেক্টরে প্রবেশ করার পরিকল্পনা নিয়েছে। ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রাম মিলিয়ে এই সংস্থার গ্রাহক সংখ্যা ভারতে বিপুল। ওই নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাণিজ্যজগতে প্রবেশ করছে ফেসবুক। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen