বিজেপির হয়ে কাজ করছে ফেসবুক? বিস্ফোরক দাবি মার্কিন সংবাদপত্রের

প্রতিবেদনে বলা হয়েছে, ডাব্লুএসজে প্রশ্ন তোলার পরে ফেসবুক ওই বিধায়কের কিছু পোস্ট সরিয়ে দেয়। এবং তাঁর সরকারী অ্যাকাউন্টে রাখার অনুমতি কেড়ে নেওয়া হয়।

August 17, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা বিদ্বেষমূলক পোস্ট নিয়ে সরব সব মহল। একাধিকবার অভিযোগের আঙুল উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। এবার উঠলো আরও গুরুতর অভিযোগ। ব্যবসায়িক স্বার্থে ভারতে বিদ্বেষমূলক পোস্ট নিয়ে দ্বিচারিতা ফেসবুকের, এমন বিস্ফোরক দাবি করেছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবসায়িক মুনাফার লোভে ভারতে ফেসবুকের শীর্ষস্থানীয় আধিকারিক নাকি বিজেপির সাথে যুক্ত চারটি ফেসবুক গ্রুপের বিরূদ্ধে বিদ্বেষমূলক পোস্টের জন্য ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে, বিদ্বেষমূলক প্রচার চালিয়ে গেছে গ্রূপগুলি।

জানা গেছে, ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি বিভাগের প্রধান আঁখি দাস কর্মীদের জানিয়েছিলেন যে বিজেপির নেতাদের বিরূদ্ধে কোনও ব্যবস্থা নিলে তা এই দেশে কোম্পানির ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করবে।কারণ, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের বৃহত্তম বাজার।

ওয়াল স্ট্রিট জার্নালের তরফে উদাহরণ দেওয়া হয় তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-এর। সংখ্যালঘুদের বিরুদ্ধে ওনার বিদ্বেষমূলক পোস্টের কথা উল্লেখ করে ফেসবুকের বর্তমান এবং প্রাক্তন কর্মীরা জানিয়েছেন ক্ষমতাসীন দলের প্রতি আঁখি দাসের পক্ষপাতিত্বর কথা।

ডব্লিউএসজে রিপোর্টে বলা হয়েছে যে, ফেসবুকের অভ্যন্তরীণ তদন্তে দেখা যায় ওই বিধায়ক ফেসবুকের বিধিভঙ্গ করেছেন। সুপারিশ করা হয় ফেসবুক থেকে ওনার পেজ নিষিদ্ধ করা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে ফেসবুকের ব্যবসায়িক ক্ষতি হতে পারে বলে এজ পদক্ষেপ নেননি আঁখি দাস।

প্রতিবেদনে বলা হয়েছে, ডাব্লুএসজে প্রশ্ন তোলার পরে ফেসবুক ওই বিধায়কের কিছু পোস্ট সরিয়ে দেয়। এবং তাঁর সরকারী অ্যাকাউন্টে রাখার অনুমতি কেড়ে নেওয়া হয়।

এ বিষয়ে বিধায়ক টি রাজা সিং প্রথমেই বলেন তিনি নিজে ওই পোস্ট করেননি এবং জানান, “২০১৮ সালে যখন আমাদের অফিশিয়াল পেজটি সরিয়ে দেওয়া হয়েছিল, তখন ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করেনি। এখন, সারা দেশে বিভিন্ন সমর্থক আমার নামে পেজ তৈরি করছে। আমরা কাউকে থামাতে পারি না। এতে আমাদের নিয়ন্ত্রণ নেই।”

ডাব্লুএসজের এই রিপোর্টের বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, “আমরা কোনও রকম হিংসা বা উস্কানিমূলক মন্তব্যকে প্রশ্রয় দিই না। যারা এরকম পোস্ট করে তাদের নিষিদ্ধ করা হয়। আমরা কারও রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে বিশ্বব্যাপী এই নীতিগুলি প্রয়োগ করি। যদিও সেটি নিরপেক্ষভাবে নিশ্চিত করতে আরও অনেক কিছু করণীয় রয়েছে। খুব শিগগীর তা কার্যকর করা হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen