ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করতেই যুদ্ধের ভুয়ো ভিডিও ভাইরাল

যুদ্ধের বিভিন্ন ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের আনাচে কানাচে।

February 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করেছে রাশিয়া। ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকেছে রুশ সেনা।

বিশ্বের সব সংবাদমাধ্যমের চোখ কেন্দ্রীভূত হয়েছে ইউক্রেনের মাটিতে। যুদ্ধের বিভিন্ন ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের আনাচে কানাচে।

এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে একটি ফাইটার প্লেন বোমা নিক্ষেপ করছে একটি শহরে।

দাবি

ভিডিওটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে রুশ সেনার ফাইটার প্লেন বোমা বর্ষণ করছে ইউক্রেনের শহরে।

সত্যতা

আদতে এটি একটি ভিডিও গেম আর্মা-৩ এর ভিডিওর একটি অংশ।

এই ভিডিও ক্লিপটি ‘কম্পেয়ার্ড কম্পারিজন’ নামের একটি ইউটিউব চ্যানেল ২০২১ সালে ১ লা জানুয়ারি ইউটিউবে আপলোড করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছর আগে।

এই একই ভিডিও ক্লিপ ২০২০ সালে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধের সময়ও সেই যুদ্ধের ফুটেজ বলে ভাইরাল হয়েছিল।

সুতরাং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও ফুটেজ বলে ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটি ভুঁয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen