লালকেল্লায় জাতীয় পতাকার অসম্মান হয়েছে? জানুন আসল তথ্য

লালকেল্লায় একেবারে উপরে, লাহোরি গেটের উপরে সারা বছরই জাতীয় পতাকা ওড়ে। সেই পতাকা কেউ ছোঁয়নি।

January 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি পিটিআই।

লালকেল্লায় (Red Fort) কি জাতীয় পতাকা সরিয়ে খলিস্তানি পতাকা ওড়ানো হয়েছে?

• লালকেল্লায় একেবারে উপরে, লাহোরি গেটের উপরে সারা বছরই জাতীয় পতাকা ওড়ে। সেই পতাকা কেউ ছোঁয়নি। কেল্লার প্রাচীরে যেখানে স্বাধীনতা দিবসে (Independence Day) জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করা হয়, সেখানে একটি ফাঁকা খুঁটিতে উঠে আন্দোলনকারীরা বাসন্তী রঙের ‘নিশান সাহিব’ উড়িয়ে দেন। তার সঙ্গে একটি কৃষক সংগঠনের ঝান্ডাও লাগানো হয়।

নিশান সাহিব কি খলিস্তানিদের ঝান্ডা?

• নিশান সাহিব শিখদের ধর্মীয় পতাকা। তিন কোণা পতাকার মধ্যে শিখ ধর্মের প্রতীক ‘খন্ডা’-র ছবি। গুরুদ্বারের উপরে এবং শিখ রেজিমেন্টের চৌকিতে এই ঝান্ডা ওড়ে।

লালকেল্লায় জাতীয় পতাকার কি অসম্মান হয়েছে?

• খুঁটিতে নিশান সাহিব লাগানোর পরে এক আন্দোলনকারীর দিকে জাতীয় পতাকা এগিয়ে দেওয়া হলে তিনি তা ফেলে নীল রঙের তিন কোণা পতাকা তুলে নেন। এই পতাকা শিখ যোদ্ধা সম্প্রদায় নিহঙ্গদের বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen