আমেরিকার দাবানলের পুরোনো ছবি ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ বিজেপির
২০১৪ সালের মে মাসে ডেইলি মেল পত্রিকায় প্রকাশিত এই ছবি। ক্যালিফোর্নিয়ায় দাবানলের শিকার হয় একটি বাড়ি। ৫০০ একর জায়গা পুড়ে যায়।

দাবি
গত ১৩ই জানুয়ারি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি (BJP) নেতা ও সমর্থকদের বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে। এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা নূর ইসলাম গাজির বাড়িও ছিল। বিজেপি এই ঘটনার জন্য দায়ী করে তৃণমূলকে।
এই বিষয়ে বঙ্গ বিজেপি একটি ছবি পোস্ট করেছে সামাজিক মাধ্যমে, যাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে আর তার সামনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ছবিতে লেখা, আবারও তৃণমূলের অনাচারের নিদর্শন এলো প্রকাশ্যে। বিজেপি নেতা নূর ইসলামের দোকান-স্কুলে আগুন লাগলো তৃণমূলের গুন্ডারা। বসিরহাটে তৃণমূলের অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এই কান্ড করে তৃণমূলবাহিনী। আর কত মানুষ রাজনৈতিক হিংসার শিকার হবে পশ্চিমবঙ্গে? জবাব দাও পিসি।
আসল সত্য
এই ছবিতে যে অগ্নিকাণ্ড দেখানো হয়েছে সেটি ক্যালিফোর্নিয়ার দাবানলের ছবি। ২০১৪ সালের মে মাসে ডেইলি মেল পত্রিকায় প্রকাশিত এই ছবি। ক্যালিফোর্নিয়ায় দাবানলের শিকার হয় একটি বাড়ি। ৫০০ একর জায়গা পুড়ে যায়। সেই ছবি ব্যবহার করে তৃণমূলকে (Trinamool) মিথ্যা আক্রমণ করছে বিজেপি।